
সাবেক রিয়াল বনাম বর্তমান রিয়াল। ফ্রান্স-পর্তুগাল লড়াইকে যেমন এমবাপ্পে-রোনালদো লড়াই হিসেবে দেখা হচ্ছে। তেমনি সাবেক রিয়াল বনাম বর্তমান রিয়াল হিসেবেও দেখা হচ্ছে। রোনালদো একসময় এই ক্লাবের হয়ে আলো ছড়িয়েছেন। বর্তমানে সেই আলো ছড়ানোর দায়িত্ব নিয়েছেন এমবাপ্পে। চলতি ইউরো শেষেই লস ব্ল্যাংকোস শিবিরে শুরু হবে তার পথচলা। ২০১০ সাল থেকে রোনালদো তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচটি ব্যালন ডি’অর জিতেছিলেন রিয়ালের জার্সিতে। এই পথচলায় ফরাসি তারকা কতটুকু সফল হন, সেই পরীক্ষা হবে আজকের ম্যাচ দিয়ে।
রোনালদো মাদ্রিদে একজন আইকন হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার নামে শহরে একটি হোটেল রয়েছে, সামাজিক মাধ্যমে অর্ধবিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এমনকি তার নামে একটি গ্যালাক্সিও রয়েছে। ফলে ফুটবলের এই মহাতারকার বদলি হওয়াটা সহজ ব্যাপার নয়। তবু এমবাপ্পে যখন আবারও তার মুখোমুখি হয়েছেন, এখানেই তাকে প্রমাণ করতে হবে। চলতি টুর্নামেন্টে কেউই এখন পর্যন্ত আলো ছড়াতে পারেননি। এমবাপ্পেকে অস্ট্রিয়ার বিরুদ্ধে উদ্বোধনী খেলাতেই নাক ভেঙেছেন। বর্তমানে মুখোশ পরে তাকে খেলতে হচ্ছে। যেখানে অস্বস্তি এবং বিভ্রান্তির মধ্যে থেকে লড়তে হচ্ছে তাকে। মুখোশের কারণে খেলতে বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন তিনি। এদিকে রোনালদো জর্জিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। তাতে এই ম্যাচ ঘিরে দুজনের লড়াইয়ে ফিরে আসার চেষ্টাও দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। শেষ পর্যন্ত এমবাপ্পে যদি শীর্ষে উঠে আসেন, তাহলে রোনালদোর পোস্টার হিসেবে সেটি যেন রো